৩২৫ জনকে নিয়োগ দেবে আনসার ও ভিডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৯, ২২:১৭| আপডেট : ১৩ মে ২০১৯, ২০:০৪
অ- অ+

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ পদে মোট ৩২৫ জনকে নিয়োগ দেয়া হবে।

পদের নাম ও সংখ্যা: ফার্মাসিস্ট ৩টি, কম্পিউটার অপারেটর ১টি, সাঁট মদ্রাক্ষারিক কাম-কম্পিউটার অপারেটর ১টি, বিজ্ঞাপন সহকারী ১টি, থানা/উপজেলা প্রশিক্ষক ১০৬টি, উপজেলা/থানা প্রশিক্ষিকা ৩৬টি, মাস্টার/নৌযান চালক ৩টি, সারেং/লঞ্চ ড্রাইভার ৩টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪০টি, নার্সিং সহকারী ১৫টি, কম্পাউন্ডার ১টি, সিইউইং, নিটিং এন্ড স্টিচিং ইন্সাট্রাক্টর ১টি, আউট বোর্ড মটর ৭টি, ইলেক্ট্রিশিয়ান ১টি, মহিলা আনসার ২২টি, সিগন্যাল অপারেটর ২টি, ইলেক্ট্রিশিয়ান (মটরযান) ১টি, পেইন্টার ২টি, গার্ড সিপাই ৪টি, এমুনিশন (এনসিও) নন-কমিশন কর্মকর্তা) ১টি, আর্মোরার ২৩টি, কোয়াটার মাস্টার ৩টি, ব্যান্ডস্ ম্যান ৪টি, মহিলা ব্যান্ড ২২টি, সুকানী ৪টি, লস্কর ১টি।

চাকরিভেদে বেতন: ৮ হাজার ২৫০ (গ্রেড-২০) টাকা থেকে ৩০ হাজার ২৩০ টকা (গ্রেড-১১তম)

বয়স: ২৭/০৫/২০১৯ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক এর আওতায় ৩য়/৪র্থ শ্রেণীর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন কারতে হবে।

আবেদনের শেষ তরিখ: ২৭মে ২০১৯

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন

ঢাকাটা্ইমস/৩০ এপ্রিল/আরএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা