‘রেলের নিরাপত্তা বাহিনীতে ভবিষ্যতে নারীও থাকবে’

দেশের সব বাহিনীতে নারী সদস্য থাকলেও রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে কোনো নারী সদস্য নেই। আগামীতে এ বাহিনীতে নারী সদস্য যুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর খুলশীর রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর ট্রেনিং সেন্টারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘১৯৭৪ সালে বাংলাদেশে যে পরিবহন ব্যবস্থা ছিল, এরমধ্যে ৩০ ভাগ কার্যক্রম রেল পরিবহনের মাধ্যমে সম্পন্ন করা হতো। সড়ক পথে ৪৭ ভাগ ও নদী পথে ১৬ ভাগ কাজ সম্পন্ন হতো। কিন্তু এখন ৩০ ভাগ থেকে কমে রেলের সেবা দাঁড়িয়েছে মাত্র ১২ ভাগ। যদি রেলের সেবা ৩০ থেকে ৪০ ভাগ করা যেতো, তাহলে সড়কে এতো চাপ থাকত না।’
রেল পরিবহনে ৩০ থেকে ৪০ ভাগ সেবা দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে উল্লেখ করে সুজন বলেন, ‘প্রধানমন্ত্রীর চেষ্টায় রেলের সেই আগের ঐতিহ্য ফিরে আসছে। কয়েক বছরের মধ্যে রেলের অভাবনীয় পরিবর্তন হবে। প্রকল্পগুলো ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।’
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেলের নিরাপত্তা বাহিনীর বর্তমানে করুণ দশা। তাদের রেশন নেই, থাকার জায়গা নেই। তাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।’
(ঢাকাটাইমস/২মে/এলএ)

মন্তব্য করুন