‘দক্ষ ও মেধাভিত্তিক’ অভিবাসন চালুর প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০১৯, ১৪:৩০

যুক্তরাষ্ট্রে দক্ষ ও মেধাভিত্তিক অভিবাসনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিল্ড আমেরিকা’ নামে একটি প্রস্তাবনা তুলে ধরেন তিনি। প্রস্তাবনায় বর্তমান ভিসা নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জড়িত পরিবারের সদস্যদের সুবিধা দেওয়ার রীতি থেকে সরে আসার কথা বলেন তিনি।

তবে ট্রাম্পের এ প্রস্তাবনার কড়া প্রতিবাদ জানিয়েছে ডেমোক্র্যাটরা। তাদের মতে এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রে শিশু অবস্থায় আনা লাখ লাখ অভিবাসীর (ড্রিমার) নাগরিকত্বের ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই।

অতীতে অভিবাসনের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের ভিত্তিকে গুরুত্ব দেয়া হতো। কিন্তু তা থেকে সরে এসে এখন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে তাদের ডিগ্রি এবং পেশার ক্ষেত্রে দক্ষতাকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় বর্তমান ‘চেইন মাইগ্রেশন’ পদ্ধতি পাল্টে ফেলার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।

রোজ গার্ডেনে দেওয়া এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন এ পরিকল্পনায় মার্কিন অভিবাসন পদ্ধতি নিয়ে ঈর্ষা করবে আধুনিক বিশ্ব। খোলা দরজা নীতিতে আমরা খুশি, আমাদের দেশকে আমরা এভাবেই সৃষ্টি করতে চেয়েছি। কিন্তু অভিবাসীদের বড় অংশেরই আসা উচিত মেধা ও দক্ষতার ভিত্তিতে। তিনি বলেন, গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়াও নতুন করে সাজানো হবে। যেন দক্ষ বিদেশি নাগরিকরা সহজে অভিবাসনের সুবিধা পেতে পারেন।

যুক্তরাষ্ট্র এখন মোট অভিবাসীর ১২ শতাংশ দক্ষতার ভিত্তিতে নেয়। ট্রাম্প এ সংখ্যাকে প্রাথমিকভাবে ৫৭ শতাংশ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। এর চেয়ে বেশি করা যায় কিনা, তাও দেখা যেতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ঢাকাটাইমস/১৭মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :