সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিন ভাষায় কবিতা লিখলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৯, ১১:৩৮
অ- অ+

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আবারও কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষায় কবিতা লিখেছেন তিনি। কারও নাম না করলেও মনে করা হচ্ছে এই কবিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করা হয়েছে।এবারের লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গেও রেকর্ড জয় পেয়েছে মোদির বিজেপি।

‘আমি একমত নই’ নামের কবিতায় মমতা লিখেছেন,

আমি সাম্প্রদায়িকতার রঙে বিশ্বাস করি না,

আমি ধর্মীয় উগ্রতাতেও আস্থা রাখি না।

যে ধর্ম মানুষের থেকে উঠে আসে,

আমার আস্থা শুধু তাতেই।

কবিতায় বাংলায় সন্ত্রাসের প্রসঙ্গ স্থান পেয়েছে। সাত দফার নির্বাচনে প্রতিদিন রাজ্যের একাধিক জায়গায় গোলমাল হয়েছে। নির্বাচনের রোড শো চলাকালীন খোদ কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। সে কথাও আছে মমতার কবিতায়।

বুথ ফেরত সমীক্ষাকেও ছাপিয়ে গিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ কার্যত গেরুয়া সুনামি দেখেছে বৃহস্পতিবার। আসন সংখ্যা থেকে শুরু করে ভোট শতাংশ দুটো ব্যাপারেই তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। তৃণমূলের দখলে ২২ টি আসন থাকলেও আগামী দিনে রাজ্যে নিজেদের আধিপত্য ধরে রাখা তৃণমূলের কাছে বেশ শক্ত ব্যাপার বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

ঢাকা টাইমস/২৫মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা