পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের বিরতি চায় জয়পুরহাটবাসী

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৯, ২১:০২
অ- অ+

ঢাকা-পঞ্চগড় ট্রেনের যাত্রা বিরতির দাবিতে জয়পুরহাটে রেলপথ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ। শনিবার দুপুরে জয়পুরহাট রেল স্টেশনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা ও চিলাহাটি পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনা ও রাজশাহীগামী দুটি ট্রেনের গতিরোধ করে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ‘প্রতিদিন রেলপথে জয়পুরহাট থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিন শতাধিক যাত্রী যাতায়াত করলেও তারা টিকিট পান অর্ধেকেরও কম। এ অবস্থায় যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে তারা অবিলম্বে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটির জয়পুরহাটে যাত্রা বিরতির দাবি জানান। যাত্রা বিরতি কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বক্তব্য দেন- জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হাকিম, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হক বাবলু প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা