দর বাড়ার শীর্ষে ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০১৯, ২২:১৩
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দর বাড়ার শীর্ষ দশের প্রায় সব কটি স্থান দখল করে বীমা খাতের কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি। শীর্ষ দশের নয়টিই তাদের দখলে।

সবার ওপরে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এদিন শেয়ারটির দর বাড়ে ১৮ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন এর ৩ লাখ ৯৯ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭ কোটি ৯৮ লাখ ২২ হাজার টাকা।

মূল্যবৃদ্ধির শীর্ষ দশের দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির দর বাড়ে ৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। সর্বশেষ ৫৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয় এর শেয়ার। ১ লাখ ৮১ হাজার ১০২টি শেয়ার হাতবদল হয়, যার বাজার মূল্য ১ কোটি ৪৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সর দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ। সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয় এর মেযার। ১ লাখ ৯১ হাজার ৭৬১টি শেয়ার হাতবদল হয়, যার বাজার মূল্য ৪৯ লাখ ২৮ হাজার টাকা।

শীর্ষ দশ তালিকার অন্য কোম্পানিগুলো হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ইস্টার্ন কেবলস।

(ঢাকাটাইমস/২৬মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
অকাল প্রয়াণ নীল ছবির তারকা কাইলি পেজের, মৃত্যুকালে বয়স ২৮
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা