বগুড়া উপ-নির্বাচনে সাত প্রার্থী চূড়ান্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৯, ২১:১৫
অ- অ+

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে চূড়ান্ত সাত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকাল ৫টায় রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ তাদের নাম ঘোষণা করেন।

এ তালিকায় বিএনপি থেকে একক প্রার্থী থাকলেও মহাজোট থেকে প্রার্থী রয়েছেন দুইজন।

তারা হলেন, আওয়ামী লীগের এসএম টি জামান নিকেতা, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ ও সৈয়দ কবির আহম্মেদ।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির দুই প্রার্থীসহ মোট আট প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের জন্য বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই জিএম সিরাজকে বিএনপি থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তার নামে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানানো হয়। এ কারণে বিএনপির অপর প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়ন বাতিল করা হয়।

মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ২৪ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

উপ-নির্বাচনে বগুড়া-৬ আসনে তিন লাখ সাতাশি হাজার চারশ আটান্নজন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা