উপজেলা নির্বাচন: বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি-গানম্যান আটক

ব্রাহ্মণাবড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৯, ২১:১৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ও গানম্যানকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আসন্ন ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমান গাড়ি নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে গণসংযোগকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে অস্ত্রসহ গানম্যান নিয়ে চলাচল করার অপরাধে গানম্যান শামিম মিয়া ও গাড়িটি জব্দ করা হয়েছে।’

নাছিমা লুৎফুর রহমান বলেন, ‘আমার নির্বাচনী প্রচারনায় নামার পর প্রতিপক্ষরা আমার গাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে। তারপর আমি নিরাপত্তার স্বার্থে সরকারি নিয়ম মেনে গানম্যান নিয়েছি। তবে প্রশাসন আমাকে অবহিত না করেই গানম্যান ও গাড়িটি জব্দ করেছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা