বিয়ের আনুষ্ঠানিকতার দিন যুবকের লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ১৪ জুন ২০১৯, ২৩:৪৮
অ- অ+

ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাড়ে কাচারীঘাটের ওপারে চরাঞ্চলের ধইঞ্চা ক্ষেত থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে লাশ দেখে চরাঞ্চলের বিনপাড়া এলাকার বাবা বরথ বিন দাবি করেছে এটি তার ছেলে অজয় বিন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পকেট থেকে সিমফোনি ব্রান্ডের একটি মোবাইল পাওয়া যায়।

ঘটনাস্থল উপস্থিত ভরথ বিন জানান, তার ছেলে অজয় বিন (২৬) গত ১০ জুন দুপুর ২ টা থেকে নিখোঁজ হয়। ১২ জুন বড় ভাই জীবন বিন কোতোয়ালি থানায় জিডি করেন। জিডি নং ৭৬৩।

তিনি আরো জানান, নিখোঁজ অজয়ের আজ বিয়ের আনুষ্ঠানিকতা ছিলো। পারিবারিকভাবে সিলেটের মেয়েকে বিয়ে করছে নগরীর শাখারি পট্টির অজয় নকশাঘরের অজয় বিন। ১০ জুন বাবা ভরথ বিন তাকে কাজে আলসেমির জন্য বকাঝকা করেন। এরপরই রাগে ঘর থেকে বেড়িয়ে যান অজয়। এরপর আর ঘরে ফেরেননি।

ঘটনাস্থলে লাশটি দেখে পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন। ক্ষেতে পড়ে থাকা লাশটির অবস্থান স্থলের ঘাস পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনও পরিস্কার হয়নি। তবে লাশটির পকেট থেকে পাওয়া মোবাইলটি নিখোঁজ অজয় বিনের এটি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের মোবাইল এনালাইসিস সেল এর এসআই মো. জুয়েল মিয়া।

ময়মনসিংহ জেলা পুলিশের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তদন্ত চলছে।

ঢাকাটাইমস/১৪জুন/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
জনবল সংকটে ধুঁকছে ফেনী জেনারেল হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা