সবচেয়ে দ্রুতগতির ফোন আনল শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ১০:১০
অ- অ+

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন আনল শাওমি। মডেল রেডমি কে ২০ প্রো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। শাওমি দাবি করছে দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ফোন এটাই। চীনের বাজারে এই ফোনের বিক্রি শুরু হয়েছে।

ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম। যা ফোনটিকে দ্রুত গতিতে কার্য সম্পাদনে সহায়তা করবে।

ওয়ানপ্লাস সেভেন প্রো ফোনের মতোই রেডমি কে ২০ প্রো ফোনে আছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চীনের বাজারে এই ফোনের দাম ২৪৯৯ ইয়েন। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।

ডুয়াল সিমের রেডমি কে ২০ প্রো ফোনে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। সঙ্গে আছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।

ফোনটিতে আছে ৬.৩৯ ইঞ্চির অ্যামোলিড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এতে ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

ছবি তোলার জন্য ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি ৮ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এতে ২৭ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কানেকটিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা