মার্কিন অভিনেত্রীকে নোংরা হুমকি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ০৯:১০
অ- অ+

বিখ্যাত মার্কিন অভিনেত্রী বেলা থ্রোন। অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও যিনি সুপরিচিত। সম্প্রতি তার সম্পাদনায় একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন কবির কবিতা স্থান পেয়েছে। খুব অল্পদিনের মধ্যেই তা অ্যামাজনে বেস্টসেলার হয়েছে। বইটির নাম, The Life of a Wannabe Mogul: Mental Disarray।

এই বই প্রকাশের পর নানা দিক থেকে সবার প্রশংসা পাচ্ছেন বেলা থ্রোন। সবাই তাকে সাধুবাদ জানাচ্ছেন। ঠিক এমন সময় তাকে দেয়া হলো নোংরা হুমকি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে নগ্ন ছবি ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে। সেইসঙ্গে উড়ে আসে কুরুচিকর আরও নানা মন্তব্য।

তবে এসব হুমকিতে ভয় না পেয়ে বেলা দিয়েছেন মোক্ষম জবাব। ইনস্টাগ্রামে নিজেরই নিজের নগ্ন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশন দেন, এতদিন আমার থেকে অনেকেই অনেক রকম সুবিধা নিয়েছে। কিন্তু আমি আর কোনো রকম সুবিধা দিতে রাজি নই। সকলেই মানসিক ভাবে অসুস্থ। আমি এদের চিনতে পেরেছি।’

এরপরও তিনি বারবার সবাইকে অনুরোধ করেছেন তার The Life of a Wannabe Mogul: Mental Disarray বইটি পড়ার জন্য। বলেছেন, ‘বইয়ের দাম মাত্র ১৫ ডলার। প্লিজ সবাই কিনে পড়ুন।’

ঢাকাটাইমস/১৯ জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
মিটফোর্ড হত্যা: আসামিপক্ষে দাঁড়াবে না জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা