পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১৪:১৫
অ- অ+

সম্প্রতি পাকিস্তানের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাব দিয়েছে ভারত। এরপরই পাকিস্তানি গণমাধ্যম দাবি করে যে আলোচনার জন্য প্রস্তুত ভারত। তবে ভারতের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দিয়ে জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক রাখতেই শুভেচ্ছাবার্তার জবাব দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে আলোচনায় যাবে না তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, কূটনৈতিক নিয়ম মেনে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তরফ থেকে পাঠানো শুভেচ্ছাবার্তায় সাড়া দিয়েছেন। সেটা কেবলই সম্পর্কটা স্বাভাবিক রাখার জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেহেতু পাকিস্তানের শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন, তাই পাকিস্তানি মিডিয়ার দাবি ভারত আলোচনায় রাজি হয়েছে। কিন্তু আদতে সেরকম কিছুই ঘটেনি বলে স্পষ্ট জানিয়ে দিল ভারত।

নয়াদিল্লি বরাবরই বলে এসেছে যে সন্ত্রাস আর আলোচনা একইসঙ্গে চলতে পারে না। সেই অবস্থানেই অনড় রয়েছে মোদি সরকার।

ঢাকা টাইমস/২০জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা