কুষ্টিয়ায় এসপির নাম ব্যবহার করে প্রতারণা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২০:৫৮
অ- অ+

পুলিশে চাকরি দেয়ার কথা বলে ১০ লাখ টাকার ঘুষ নেয়ার অভিযোগে শাকিল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নিকটাত্মীয় পরিচয়ে তিনি এ প্রতারণা করে আসছিল। শাকিল হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশ দশ লক্ষ টাকার একটি চেকসহ যুবককে আটক করে। গোপন সংবাদে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামের সামনে গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘আমার আত্মীয় পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেয়ার আশ্বাস দেয় এক তরুণীকে। তার বিনিময়ে ১০ লাখ টাকার চুক্তি হয়। এমন অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ আছে সে আরও বেশ কয়েকজনের কাছ থেকে প্রতারণা করে মোটা টাকা হাতিয়ে নিয়েছে। যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, যারা যোগ্য হবে তাদেরকে সরকার নির্ধারিত ফি ১০০ টাকায় চাকরি দেয়া হবে। কোনো অবৈধ প্রক্রিয়ায় টাকা লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা