কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, ‘প্রেমিক’ আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ১৫:০৩
অ- অ+
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতের ওই ঘটনায় শুক্রবার সকালে মেয়েটি বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, রফিকুল ইসলাম জয়, সাজ্জাদ হোসেন বাবু এবং সাইফুল ইসলাম। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল বুধবার ওই তরুণীকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়িতে নিয়ে যায়। সেখানে জয়, বাবু ও সাইফুল মিলে তাকে দলবেঁধে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বৃহস্পতিবার রাতে তারা থানায় খবর দেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি জয়কে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২৮জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা