সিরাজগঞ্জে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
| আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৩:৩৪ | প্রকাশিত : ০২ জুলাই ২০১৯, ১৩:৩৩
ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় মারুফ সরকার (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মারুফ হোসেন জেলার রায়গঞ্জ উপজেলার কমরপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে। তিনি পলাতক। রায়ে তাকে যাবজ্জীবন ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কাওসার আহমেদ লিটন এ তথ্য জানান।

মামলার বিবরণ থেকে জানা যায়, রায়গঞ্জের মাধাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন আদুরীকে প্রায় উত্ত্যক্ত করতেন মারুফ। একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়ে তিনি প্রত্যাখ্যাত হন। এতে ক্ষুব্ধ হয়ে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন মারুফ।

এরপর আদুরীর বাবা আব্দুর রহমান ফকির বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলার আট মাস পর বগুড়া জেলার শেরপুর উপজেলার শোলাকুড়া গ্রাম থেকে মারুফের কাছে থাকা আদুরীকে উদ্ধার করে পুলিশ।

ঢাকাটাইমস/০২ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :