অর্থ আত্মসাৎ

আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ২১:১৮
অ- অ+

অর্থ আত্মসাৎ মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার সিআইডির সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বংশাল থানায় অর্থ আত্মসাতের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় অন্য আসামিরা হলেন- আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ব্র্যাঞ্চ কন্ট্রোলার ও ব্যবস্থাপক লাকী খাতুন, শাখা ব্যবস্থাপক মো. দ্বীন মোহাম্মদ, নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন, এবং ব্যাংকের উপদেষ্টা মো. নুরুন্নবী।

শারমিন জাহান বলেন, অর্থ আত্মসাতের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আরো যারা আসামি আছেন তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। সিআইডির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘সুফিয়া আক্তার নামের এক নারী বাদী হয়ে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে ১৬ লাখ টাকা আত্মসাতের মামলা করেছেন। এমএলএম ব্যবসা করার জন্য এই টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগে জানতে পেরেছিলাম। মামলার তদন্ত করছিল সিআইডি। এই মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।’

জানা যায়, ২০১০ সালের ২০ অক্টোবর থেকে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের নবাবপুর শাখা অফিসে বিভিন্ন মেয়াদে সুফিয়া আক্তার মোট ১৬ লাখ ৬৩ হাজার ৩৩৫ টাকা জমা রাখেন। বিশেষ প্রয়োজনে ব্যাংকে গচ্ছিত টাকা তুলতে গেলে শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে নানান টালবাহানা করে ঘোরাতে থাকেন তারা। পরে বংশাল থানায় ব্যাংকের চেয়ারম্যান তাজুল ইসলামসহ পাঁচজনের নামে মামলা করেন তিনি।

ঢাকাটাইমস/১১জুলাই/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা