বঙ্গবন্ধু মানমন্দিরের স্থান পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৯, ২১:৪৩

কর্কটক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদ বিন্দু ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামে স্থাপিত হচ্ছে অনন্য ভৌগলিক গুরুত্বপূর্ণ স্থাপনা ‘বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটন কেন্দ্র’।

এ নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকাবাসীর মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সরকারের সংশ্লিষ্টদের পরবর্তী পদক্ষেপ কি হয়, তা নিয়ে অপেক্ষায় আছেন এলাকাবাসী।

এ অবস্থায় সরেজমিনে পরিদর্শন করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সদস্যরা।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া ও বিলধোবা ডাঙ্গা গ্রামের মধ্যবর্তী জায়গাটি পরিদর্শন করেন তারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদিরুল আহমেদ, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবিব, নুরুল্লাগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

শুক্রবার দুপুরে ভারী বর্ষণ উপেক্ষা করে একাডেমিক কিউরেটর সুকল্যান বাছারের নেতৃত্বে পাঁচ সদস্যর একটি টিম সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও গ্রামের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রায় দুই ঘণ্টা বঙ্গবন্ধু মানমন্দির ও পর্যটনকেন্দ্র এলাকার জমিটি পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :