বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দাদি-নাতির

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০১৯, ১০:৫৮
অ- অ+

নেত্রকোণায় শিয়ালের কাছ থেকে হাঁস-মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তৈরি করা ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি ও নাতির করুণ মৃত্যু হয়েছে।

শনিবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছেন বলনিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শরীফা আক্তার (৪৮) ও তার ছেলে নাজিম উদ্দিনের শিশুপুত্র আরমান হোসেন (৮) ।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, বাড়িতে একটি ছোট ঘরে খামার তৈরি করে হাঁস-মুরগি পালত পরিবারটি। শিয়ালসহ কিছু বন্যপ্রাণী প্রায়ই হানা দিয়ে খামারের হাঁস-মুরগি খেয়ে ফেলত। এ থেকে বাঁচতে খামারের চারদিকে বিদ্যুতায়িত ফাঁদ তৈরি করেন। রাতে খোয়ারে হাঁস-মুরগি ঠিকঠাক আছে কি-না, দেখতে গেলে অসাবধানতায় শিশু আরমানের শরীরে ওই ফাঁদের বৈদ্যুতিক তারের স্পর্শ লাগে। এ সময় তাকে বাঁচাতে দাদি এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা