বিনিয়োগ সেবা দেয়া প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার আহবান বিডার

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ২১:৩৯
অ- অ+

দেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করতে হলে বিনিয়োগ সেবা দেয়া এমন সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত ভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিডার আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন সম্পর্কিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় আমিনুল ইসলাম এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি নিরাপদ বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে পরিচিত, দেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সেক্টরে অনেক বিনিয়োগ হচ্ছে, সামনে এই হার আরো দ্রুত হবে। বিশ্বব্যাপী যেখানে গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির হার ১৩ শতাংশ কমেছে সেখানে বাংলাদেশে প্রায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বিশ্বে সর্বোচ্চ। বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করতে হলে বিনিয়োগ সেবা দেয়া এমন সব প্রতিষ্ঠান নিয়ে সমন্বিত ভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিনিয়োগকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন উদযাপন ও বিনিয়োগ মেলা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ঢাকাটাইমস/১আগস্ট/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা