তিনশোর ম্যাচে রেকর্ড গেইলের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০১৯, ০৮:৫১| আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৯:৫৪
অ- অ+

৩০০তম আন্তর্জাতিক ওয়ান ডে খেলতে নামার দিনই নজির গড়লেন ক্রিস গেইল। ব্রায়ান লারার ঘরের মাঠ পোর্ট অব স্পেনেই তাঁকে টপকে গেলেন ক্রিস গেইল। ওয়ান ডে-তে লারার রান ১০৪০৫। রবিবার তাঁকে টপকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে সব চেয়ে বেশি রানের মালিক হলেন গেইল।

এ দিন নামার আগেই গেইল জানিয়ে দিলেন, শেই হোপ, শিমরন হেটমায়ারদের মধ্যেও ৩০০ ম্যাচ খেলার ক্ষমতা রয়েছে। লারার ২৯৯ ওয়ান ডে খেলার নজির ভেঙে দিলেন তাঁরই দেশের আরও এক বাঁ-হাতি। ক্রিকেট জীবনের শেষের দিকে এসে গেলের মুখে উত্তরসূরিদের প্রশংসা। বলেন, ‘৩০০ ওয়ান ডে খেলার জন্য সব চেয়ে জরুরি পারফরম্যান্স। আশা করি, এত দিন সমর্থকদের হতাশ করিনি। ক্ষমতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

সঙ্গে যোগ করেন, ‘এই ওয়েস্ট ইন্ডিজ দলে আমার চেয়ে অনেক বেশি ওয়ান ডে খেলার ক্ষমতা রয়েছে কয়েক জনের। শেই হোপ, হেটমায়াররা ৩০০ ম্যাচের গণ্ডি অনায়াসে পার করে দেবে। ওদের মধ্যে সেই প্রতিভা দেখা গিয়েছে।’

৩০০ ম্যাচের মধ্যে কোন ইনিংস তাঁর সেরা? গেইল বলেন‘কোনটার কথা বলব বুঝতে পারছি না।’

(ঢাকাটাইমস/১২আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা