রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনও কোরবানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৯, ১৩:০৮| আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৪:২৭
অ- অ+

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন জায়গায় জবাই করা হচ্ছে কোরবানির পশু। ইসলামের বিধান অনুযায়ী ঈদের দিনসহ তিন দিন কোরবানি দেয়া যায়।

ঈদের দিনের বাড়তি চাপ ও কসাইয়ের সংকট থাকে। এছাড়া দ্বিতীয় দিনে আত্মীয়-স্বজন অনেকেই আসে। যারা একাধিক গরু কোরবানি দেন তাদেরও অনেকেই ঈদের দিনের পাশাপাশি পরের দিনও পশু জবাই করেন।

রাজধানী হাতিপুল এলাকায় মোতালেব টাওয়ার ও ইস্কাটন রোডের সামনে মঙ্গলবার সকালে প্রায় ২০টি গরু কোরবানি দিতে দেখা যায়। কথা হয় রফিকুল ইসলামের সঙ্গে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ঈদের দিন নামাজ পড়তে যেতে হয়। এর পর আবার কশাই সংকট থাকে। তাই ঈদের প্রথম দিন কোরবানি দেয়া হয় নি। আজ দ্বিতীয় দিন দেয়া হচ্ছে।’

রাজধানীর ভূতের গলি, গ্রিন রোড, সেন্ট্রাল রোড, সিআর দত্ত সড়কের বিভিন্ন জায়গায়ও পশু কোরবানি দিতে দেখা যায়।

পুরান ঢাকার বেশির ভাগ এলাকায় দ্বিতীয় দিন পশু কোরবানি দিতে দেখা গেছে। বংশাল, ওয়ারী, টিকাটলী, চকবাজার, বাবুবাজার, বকশীবাজার, নাজিরা বাজার, রায়সাহেব বাজার এলাকায় রবিবার সকালে কোরবানির পশু জবাই করছেন অনেকেই। এছাড়া অভিজাত এলাকা গুলশান ও বারিধারাসহ অনেক এলাকায় আজ কোরবানি হচ্ছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/জেআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা