হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রামের ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১১:২৬
অ- অ+

শিগগিরই হোয়াটসঅ্যাপে বুমেরাং এর মতো ফিচার আসতে চলেছে। এই ফিচারে হোয়াটসঅ্যাপে লুপে ভিডিও পাঠানো যাবে। আপাতত আইফোন গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছালেও অচিরেই অ্যানড্রয়েড গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছে দেবে জনপ্রিয় মেসেজিং সার্ভিস।

হোয়াটসঅ্যাপে যে কোন ভিডিও পাঠানোর আগে এডিট স্ক্রিনে ডান দিকে উপরে যেখানে জিআইএফ বানানোর অপশন আসে তার পাশেই বুমেরাং বানানোর নতুন অপশন যোগ হয়েছে। সাত সেকেন্ড বা তার কম দৈর্ঘ্যের ভিডিও বুমেরাং এর মাধ্যমে পাঠানো যাবে। যে কোন হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট অথবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই ভিডিও পোস্ট করা যাবে।

২০১৫ সালে ইনস্টাগ্রামে প্রথম বুমেরাং ভিডিও ফিচার যোগ হয়েছিল। এই ফিচারে যে কোন ভিডিও লুপে চালানো সম্ভব। ২০১৬ সালে ইনস্টাগ্রাম স্টোরিজে যোগ হয়েছিল এই ফিচার। এবার হোয়াটসঅ্যাপ গ্রাহকরাও বুমেরাং ভিডিও পাঠাতে পারবেন।

আপাতত আইফোনে এই ফিচার যোগ হলেও শিগগিরই অ্যানড্রয়েড ফোনেও বুমেরাং ফিচার যোগ হবে। এছাড়াও আইওএস গ্রাহকরা ভয়েস মেসেজে পাঠানোর আগে প্রিভিউ পাবেন। এতদিন হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠানোর আগে তা দেখে নেওয়া যেত। তবে ভয়েস মেসেজ রেকর্ড করে তা না শুনিয়ে পাঠাতে হতো। সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে এবার ভয়েস মেসেজ রেকর্ড করে তা পাঠানোর আগে শুনে নেওয়া যাবে।

ইন্টারনেটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে কিউআর কোন স্ক্যান ও শেয়ার করার ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। আগে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই ফিচার নিয়ে এসেছিল ফেসবুক। একই ভাবে হোয়াটসঅ্যাপেও কিউআর কোড ব্যবহার করে কনট্যাক্ট শেয়ার করা যাবে।

২০২০ সাল থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের বিজ্ঞাপন দেখাতে শুরু করবে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। আপাতত হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। মে মাসে ডেভেলপারদের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছে ফেসবুক। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রথম হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। কবে থেকে বিজ্ঞাপন দেখানো হবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা