২০২০ সালে অবসরের ইঙ্গিত রোনালদোর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ০৯:৫৪| আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৯:৫৬
অ- অ+

পর্তুগীজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, ২০১৮ সালটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় গিয়েছে। গত বছরই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। ২০০৯ সালে রোনালেদো নাকি তাঁকে লাস ভেগাসে হোটেলের ঘরে ধর্ষণ করেন। জুন মাসে নেভাদার আদালতে অবশ্য প্রমাণের অভাবে রোনালদোকে নির্দোষ ঘোষণা করা হয়। যদিও পর্তুগীজ তারকা পরে স্বীকার করে নেন, ওই নারীকে প্রচুর টাকা দিয়েছিলেন এই বিষয়ে মুখ বন্ধ রাখতে।

সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘মানুষ যখন আপনার সম্মান নিয়ে প্রশ্ন তোলে, তখন খুব খারাপ লাগে। বেশি খারাপ লাগে কারণ আমার একটা বড় পরিবার, স্ত্রী (স্ত্রী বলতে তিনি বান্ধবীকে জর্জিনা রদ্রিগেসকে বুঝিয়েছেন) এবং সব বোঝে এমন বুদ্ধিমান এক ছেলে রয়েছে।’

জুভেন্টাসের মহাতারকা যোগ করেছেন, ‘এটা এমনই একটা ব্যাপার যা নিয়ে খোলাখুলি কথা বলা অস্বস্তিকর। কিন্তু এত কিছুর পরেও আরও একবার প্রমাণ হয়েছে, আমি পুরোপুরি নির্দোষ। তবে এটা ঘটনা যে, গত বছরটা আমার জীবনে সব চেয়ে খারাপ কেটেছে।’

এই সাক্ষাৎকারেই রোনালদো ইঙ্গিত দিয়েছেন, পরের বছর ফুটবলকে তিনি চিরবিদায় জানাতে পারেন। রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে জুভেন্টাসে সই করেন তিনি। ২৪ বছর বয়সী রোনালদো নতুন ক্লাবে ৪৩ ম্যাচে ২৮টি গোলও করেছেন। জুভেন্টাসকে আর একবার সেরি ‘এ’ জেতাতে তাঁর অবদান অনেকটাই। অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আসলে এটা নিয়ে আমি ভাবছিই না। হয়তো পরের মৌসুমেই খেলা ছেড়ে দেব। কিন্তু এটাও বিষয় যে, আমার যা ক্ষমতা তাতে ৪০-৪১ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারি।’

এত অর্জনের পরেও রোনালদো ভোলেননি অতীতকে। বলেছেন, ‘বছরে অনেকবার লিসবনে যাই। কখনও কখনও ক্রিশ্চিয়ানো জুনিয়রও আমার সঙ্গে আসে। গত বছর আমি ওকে দেখাতে চেয়েছিলাম কোথায় আমি বড় হয়েছি। আমি, পাইসাও (রোনালদোর ছোটবেলার বন্ধু) আর ক্রিশ্চিয়ানো জুনিয়র সেই ঘরটায় যাই, যেখানে ওর সঙ্গে থাকতাম।’

যোগ করেন, ‘আমার ছেলে সেখানে গিয়ে বলল, বাবা, সত্যিই তুমি এখানে থাকতে? ও বিশ্বাসই করতে চাইছিল না। ও সবকিছু এখন কত সহজে পেয়ে যায়! আরামের জীবন, দারুণ সব বাড়ি আর গাড়ি, যেভাবে সাজগোজ করে, জামাকাপড় পরে— সবই ভাবে আকাশ থেকে পড়ছে।’

রোনালদো জানিয়েছেন, তিনি চেষ্টা করেন ছেলেকে বোঝাতে যে, কঠোর পরিশ্রম করেই একমাত্র এত আরামের জীবন উপভোগ করা যায়।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা