সুপারির গাছ তুলতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫
অ- অ+

কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়ায় সুপারির গাছ তুলে অন্যত্র সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫)।

সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ওই গ্রামের মনিরের বাড়িতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়ি পাশের করিমের খামার গ্রামে। আব্দুল খালেক ওই গ্রামের আবেদ আলীর ছেলে। আর আব্দুর রহমান মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের ওমর আলীর ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, সকালে শহরের চড়ুয়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যায় দুই শ্রমিক। সেখানে সুপারির গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা