বালিশ ও পর্দাকাণ্ডে জড়িতদের ‘ক্রসফায়ার’ চান এমপি হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯
অ- অ+
ফাইল ছবি

রূপপুরের বালিশকাণ্ড এবং ফরিদপুরের হাসপাতালে অস্বাভাবিক দামে পর্দা কেনার সঙ্গে জড়িতদের ‘ক্রসফায়ারে’ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ।

সোমবার রাতে সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিএনপির আলোচিত সাংসদ এই দাবি জানান।

হারুন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে। সরকার যদি ক্রসফায়ারকে বৈধ হিসেবে মেনে নেয় তাহলে এই ধরনের দুর্নীতির সঙ্গ জড়িতদের ক্রসফায়ারে দেয়া হোক।’

এসময় তিনি কিশোর অপরাধ, ডেঙ্গু পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও কথা বলেন।

বক্তব্য শুরুর দুই মিনিটের মধ্যে স্পিকার তাকে বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ করেন। এ সময় হারুন অর রশিদ কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘দুই মাস পর সংসদে কথা বলছি। মাত্র দুই মিনিটও কথা বলতে দেবেন না? আমি তো সরকারের বিষোদগার করছি না। এগুলো বাস্তবতা। সরকার দলীয় যারা আছেন তাদের কান খোলা রেখে শুনতে হবে।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই এমপি বলেন, ‘সারাদেশে অনেক মানুষ ডেঙ্গুতে মারা গেছেন। অসংখ্য মানুষ হাসপাতালে আছে এখনো। চিকিৎসা বিভাগের লোকজন তাদের চিকিৎসা দিতে হিমশিম খেয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’

এ সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেন, কোরআনে বলা আছে জল-স্থলে যেসব বিপদ আপদ তা তোমাদের কৃতকর্মের ফল। চারদিকে দুর্নীতি। রূপপুরের বালিশের পর ফরিদপুরে হাসপাতালে পর্দা কেনা নিয়ে যা হয়েছে সেখানে দুদক কী করছে? অথচ মাত্র দুই কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। বিশ্বে সব থেকে বেশি দামি পর্দা কোথায় তা জানতে চাইলে উত্তর পাওয়া যায় ফরিদপুর হাসপাতালে।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা