বিনা টিকিটে রেল ভ্রমণ, ৩৯ লক্ষাধিক টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০
অ- অ+

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় কর্তৃপক্ষ গত একমাস বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীকে জরিমানা করেছে। মোট জরিমানা আদায় হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার ২০০ টাকা।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন গতকাল জানান, লালমনিরহাট বিভাগীয় রুটে চলাচলরত বিভিন্ন ট্রেনে গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালিত হয়। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীর কাছ থেকে মোট ৩৯ লাখ ৬২ হাজার ২০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এর মধ্যে জরিমানা হিসেবে আদায় হয় সাত লাখ ১১ হাজার ৯০৫ টাকা এবং ভাড়া বাবদ আদায় হয় ৩১ লাখ ৪০ হাজার ২৯০ টাকা। মাসব্যাপী এ অভিযানে রেলওয়ের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ২০ জন টিটিই (টিকিট পরীক্ষক) দায়িত্ব পালন করেন। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
‘আমি সন্ত্রাসী বলছি, টাকা দেন’— ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, ডিবির অভিযানে তিনজন ধরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা