বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:১৭| আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:২৪
অ- অ+

বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যদিও তাঁকে কড়া টক্কর দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয়। যিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করবেন।

শনিবার রাত পর্যন্ত পাওয়া খবরে, অ্যাডভান্টেজ পজিশনে সৌরভ। তবে তিনি নয় মাসের বেশি থাকতে পারবেন না। তার প্রথম কারণ, তিনি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম। কঠিন সময়ে ‘টিম ইন্ডিয়া’র দায়িত্ব নিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন। পাশাপাশি, সৌরভ দীর্ঘদিন সিএবি’র সচিব ও সভাপতি পদ সামলেছেন শক্ত হাতে।

উত্তর-পূর্ব রাজ্যগুলি সরাসরি সৌরভকে সমর্থন জানিয়েছেন বলে খবর। অন্য রাজ্য সংস্থার প্রতিনিধিরাও প্রাক্তন অধিনায়কের হয়ে ব্যাট ধরতে পারেন। তাই শেষ মুহূর্তে নাটকীয় কোনও পরিবর্তন না হলে, রবিবার সভাপতি পদের প্রার্থী হিসাবে সৌরভের নাম ঘোষণা হতে পারে।

আগামী ২৩ অক্টোবর নতুন সংবিধান মেনে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গঠিত হবে নতুন কমিটি। ১৪ অক্টোবরের মধ্যে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাই রবিবার মুম্বাইয়ে বেসরকারিভাবে রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা বৈঠকে বসছেন।

ক্রিকেট প্রশাসক কমিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তামিলনাড়ু সহ মোট আটটি রাজ্য ক্রিকেট সংস্থা বোর্ডের এজিএমে অংশ নিতে পারবে না। (ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা