‘কোন অমুক্তিযোদ্ধা তালিকায় থাকতে পারবে না’

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ২২:২২
অ- অ+
ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘কোন অমুক্তিযোদ্ধা, রাজাকার ও বির্তকিত ব্যাক্তি মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকতে পারবে না। যদি এধরনের অভিযোগ পাওয়া যায়, তাদের বাদ দিয়েই মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে ডিজিটাল পরিচয়পত্র দেয়া হবে।’

মন্ত্রী রবিবার বিকালে ইসলামপুর কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘ক্যাসিনো মার্কা যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমরা শেখ ফজলুল হক মণি আদর্শে গড়া যুবলীগ চাই। গৌরবউজ্জ্বল ছাত্রলীগের বিরুদ্ধে আজ যেসব কথা শুনি- তা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শত জন্মবাষির্কী উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরের ২০০ জন মুক্তিযোদ্ধকে ১৫ লাখ টাকা ব্যয়ে বাসস্থানের ব্যবস্থা করা হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার একই ডিজাইনের কবর নির্মাণ করে দেয়া হবে।’

ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ফরিদুল হক খান, মোজাফফর হোসেন, জেলা প্রশাসক এনামুর হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

মন্ত্রী এর আগে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা