নদীর রক্ষক যখন পুলিশ সুপার

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৯, ২২:৫৬
অ- অ+

ভরা পূর্ণিমায় ঝিকমিক করছে পায়রা নদীর জল। শরতের শেষে একটা হিমহিম ভাব, চারিদিকে কিছুটা কুয়াশা।

রবিবার রাত ১১টায় পটুয়াখালীর পায়রা কুঞ্জ ফেরিঘাট থেকে নদীর নির্মল স্রোত ঠেলে ছুটে চলছে ইঞ্জিনবাহী ট্রলার। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় হাতে টর্চলাইট কখনও দাঁড়িয়ে কখনওবা ট্রলারের সামনে বসে নদীতে পাহারাদারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার মাইনুল হাসান। রাতভর পায়রা ও পান্ডব নদীর এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নদী পাহারা দেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি খন্দকার জাকির হোসেনসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

পুলিশ সুপার মইনুল হাসান জানান, ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মা ইলিশ রক্ষায় আমাদের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। জেলেরা এখন অনেক সচেতন। তবুও কোন অসাধু চক্র যদি এর ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে, তবে তারা রক্ষা পাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা