তুহিন হত্যায় আদালতে বাবার দায় স্বীকার

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:১৫| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:৪০
অ- অ+

সুনামগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বীভৎসভাবে নিজের ছেলে তুহিন মিয়াকে হত্যার দায় স্বীকার করেছেন বাবা আবদুল বাছির। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই দায় স্বীকার করেন।

তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার আবদুল বাছির দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। পরে তাকে সুনামগঞ্জের বিচারিক হাকিম মো. খালেদ মিয়ার আদালতে তোলা হয়। বিকাল পাঁচটা পর্যন্ত তিনি আদালতে জবানবন্দি দেন।

আবদুল বাছিরের সঙ্গে তার দুই ভাই আবদুল মছব্বির ও জমসেদ আলীও রিমান্ডে ছিলেন। তবে তারা জবানবন্দি দেননি।

মামলার তদন্ত কর্মকর্তা ও দিরাই থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মোল্লা জানান, জবানবন্দি শেষে আবদুল বাছির ও তার দুই ভাইকে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে গত সোমবার ঘটে এই হত্যাকাণ্ড। পাঁচ বছরের শিশু তুহিনের লাশটি ঝুলছিল কদমগাছের ডালে। তার কান দুটি কাটা ছিল, পেটে ঢোকানো ছিল দুটি ছুরি। তদন্তের পর পুলিশের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের লোকজনই তুহিনকে হত্যা করে।

এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম একটি মামলা করেন। সেই মামলায় গত মঙ্গলবার তুহিনের বাবা আবদুল বাছির, তিন চাচা আবদুল মছব্বির, জমসেদ আলী ও নাসির মিয়া এবং চাচাতো ভাই শাহরিয়ারকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই দিনই আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাসির মিয়া ও শাহরিয়ার। বাকি তিনজনকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা