কক্সবাজারে খাদ্য গুদামে চুরি,আটক ২

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২২:৪৫
অ- অ+

কক্সবাজার সদর খাদ্য গুদামে চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালান সদরের সহকারী কমিশনার (ভূমি)শাহরিয়ার মুক্তার। এসময় অভিযানের খবর পেয়ে দ্রুত পালিয়ে যান সদর খাদ্য গুদামের পরিদর্শক সালাহ উদ্দিন ও উপ-পরিদর্শক কামরুলসহ কর্মকর্তা-কর্মচারীরা। পরে চাল চুরিকালে হাতেনাতে দুই শ্রমিককে আটক করা হয়।

আটকরা হলেন- সমিতিপাড়ার মনির ও নতুন বাহার ছড়ার গিয়াস উদ্দিন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান এসআই দেলোয়ার হোসেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার বলেন, ‘সদর খাদ্য গুদামের অনিয়মের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুই শ্রমিককে আটক করা হয়। অফিসে আর কাউকে পাওয়া যায়নি। পরে ৫নং গুদামটি সিলগালা করে দেয়া হয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, ‘চাল পাচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা