বন্ধুর মেয়ের সঙ্গে পরকীয়ার কারণে ভারতে সিপিএম নেতা খুন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:২৮

বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই খুন হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সূচপুর গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সিপিএম নেতা সুভাষচন্দ্র দে।

বীরভূম পুলিশ জানায়, নিহত সুভাষচন্দ্রের সঙ্গে তার এক বন্ধুর মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সুভাষ ও ওই তরুণী উভয়েই বিবাহিত ছিল। গত শুক্রবার নিখোঁজ হওয়ার দিন সুভাষ ওই তরুণীর বাড়ি যায়। সেখানে আপত্তিকর অবস্থায় ওই তরুণীর স্বামী মতিউর রহমান উভয়কে দেখতে পান। রাগে-ক্ষোভে মতিউর শাবল দিয়ে সুভাষচন্দ্রের ঘাড়ে আঘাত করলে সে অচেতন হয়ে যায়। এর পর মৃত্যু নিশ্চিত করতে উপর্যুপরি আরও কয়েক বার আঘাত করেন মতিউর।

এরপর স্ত্রীর সাহায্যে সুভাষের শরীর কেটে তিন টুকরা করেন মতিউর। উভয়ে মিলে মাথা আর দু’পা পাশের অজয় নামক নদীতে ভাসিয়ে দেয়া হয়। আর দেহের বাকি অংশ একটা ব্যাগে বাড়ির নিকটে থাকা একটি পুকুরপাড়ের বাঁশবাগানে মাটি চাপা দেন স্বামী-স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সুভা কে হত্যার কথা স্বীকার করেছেন মতিউর ও তার স্ত্রী। পরে উভয়কে নিয়ে বাঁশবাগান থেকে সুভাষের দেহের একটি অংশ উদ্ধার করে পুলিশ। তবে এখনও তার দু’পা এবং মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

সুভাষচন্দ্র দে একজন জীবন বীমা এজেন্ট ছিলেন। পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। ২০০০ সালের ২৭ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা এলাকার সূচপরে সংঘটিত এগারো জন ভূমিহীন মানুষকে হত্যার ঘটনা ঘটে। যা ‘সূচপূর গণহত্যা’ নামে অধিক পরিচিত। এই গণহত্যার অন্যতম অভিযুক্ত ছিলেন সুভাষচন্দ্র দে। এই অভিযোগে তিনি কয়েক বছর কারাগারেও ছিলেন।

ঢাকাটাইমস/২১অক্টোবর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :