১১ দফা দাবির সাথে আছি, থাকব: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১১:৫২| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:৫৮
অ- অ+

পারিশ্রমিক বাড়ানসহ বিভিন্ন ইস্যুতে ধর্মঘটে নেমেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। গতকাল মিরপুরের বিসিবিতে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের জাতীয় দলসহ ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া ক্রিকেটাররা। ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত ক্রিকেটীয় কোনো কাজে তারা অংশ নিবেন না বলে ঘোষণা দেন।

এসময় সাকিব, মুশফিক, তামিম, রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত থাকলেও ছিলেন না ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে, তিনি উপস্থিত না থাকলেও এই দাবির পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি। ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।’

তিনি আরো লিখেছেন, ‘মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।’

মাশরাফি লিখেছেন, ‘তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফী বিন মোর্ত্তজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা