‘আন্দোলনে এমপিওভুক্ত হবেন না, প্রতিষ্ঠানে ফিরে যান’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ২০:১৬| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:২৪
অ- অ+

আমরণ অনশনরত নন এমপিও শিক্ষকদের আন্দোলন ছেড়ে প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, আন্দোলন করে এমপিওভুক্ত হওয়া যাবে না, যোগ্যতা অর্জন করলে এমনিতেই এমপিওভুক্ত করে নেয়া হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা প্রতিষ্ঠানে না ফেরায় সবার ক্ষতি হচ্ছে। তাই আন্দোলন না করে প্রতিষ্ঠানে ফিরে যান। যেহেতু তাদের যোগ্যতার আলোকে এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে সেহেতু সেটি স্থগিত করা সম্ভব নয়। তাই আপনারা যোগ্যতা অর্জনের প্রতি মনোযোগী হোন।’

শিক্ষকরা অনশনে যাওয়ার আগে শিক্ষামন্ত্রী ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান। পরে নির্ধারিত সময়েই তাদের বৈঠক হয়েছে এবং সেসময় তাদের বলা হয়েছে এমপিওভুক্তির প্রক্রিয়া চালু হয়েছে। যোগ্যতার ভিত্তিতে প্রতি বছরই এমপিওভুক্ত করা হবে। এরপরও তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বলে জানান মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘কিন্তু তারা আমার অনুরোধ না শুনে অনশন শুরু করেছেন। তাদের প্রতি আহ্বান তারা যেন আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যান। আন্দোলন করে এমপিওভুক্তি পাওয়া যাবে না। নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত করা হবে।’

তবে সবাইকে এমপিওভুক্তির আওতায় আনতে এই নীতিমালা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দাবি জানানোর পরিপ্রেক্ষিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘সাক্ষাতের বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি যেহেতু অনেক ব্যস্ততায় সময় পার করেন তবুও আগামী মাসের মাঝামাঝিতে সুবিধাজনক সময়ে শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তার আগে তাদের প্রতি অনুরোধ তারা যেন বাড়ি ফিরে যান।’

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাহমুদুন্নবী ডলারকে শিক্ষামন্ত্রীর আহ্বানে বাড়ি ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা প্রতিরাতের ৮টার দিকে মিটিংয়ে বসি। আজও বসবো। শিক্ষামন্ত্রীর বাড়ি ফেরার বিষয়টি নিয়েও আলোচনা করবো। সেখানে যে সিদ্ধান্ত নেয়া হবে আমরা অনশনে থাকবো নাকি ফেরত যাবো। তারপর গণমাধ্যমকর্মীদেরও জানাবো।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা