গ্র্যান্ডহোমের ব্যাটে ইংল্যান্ডকে হারাল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১১:৪০
অ- অ+

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১৪ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর।

মঙ্গলবার নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম।

এছাড়া ১৭ বলে ৩৩ করেন মার্টিন গাপটিল। ১৫ বলে ২০ করেন জেমস নিশাম। ২৪ বলে ২৭ রান করেন রস টেইলর। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন টম কুরান। এছাড়া স্যাম কুরান ১টি, সাকিব মাহমুদ ১টি, প্যাট ব্রাউন ১টি ও ম্যাট পারকিনসন ১টি করে উইকেট নেন।

পরে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করতে সক্ষম হয়। ইংলিশ ওপেনার ডেবিড মালান ৩৪ বলে ৫৫ রান করেন। ৩৯ বলে ৪৯ করেন জেমস ভিন্স। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করলেও পরের ব্যাটসম্যানরা তা ধরে রাখতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় মরগ্যানদের।

নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ২টি, ব্লেয়ার ট্রিকনার ২টি, ইশ সোধি ১টি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন কলিন ডি গ্র্যান্ডহোম।

(ঢাকাটাইমস/৫ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষাবিদ যতীন সরকার মারা গেছেন
বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী
৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা