‘ভ্যাকসিন হিরো ২০১৯’ উদযাপন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ২২:২৪| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২২:২৫
অ- অ+

মাননীয় প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর টিকাদান কার্যক্রমে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন কর্তৃক ‘ভ্যাকসিন হিরো ২০১৯’ সম্মাননায় ভূষিত হন, যা বাংলাদেশের টিকাদান কার্যক্রমের জন্যে অত্যন্ত গৌরবের বিষয়। সম্মাননা গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এ পুরস্কার আমার না, এটা বাংলাদেশের জনগণকে আমি উৎসর্গ করলাম।’

এই অর্জনকে স্মরণীয় করে রাখতেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে টিকাদান কর্মসূচির সাথে যুক্ত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. শামসুল হক, লাইন ডিরেক্টর, এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদপ্তর।

অনুষ্ঠানে উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ভীরা মেনডোনছা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপ্রেজেন্টেটিভ ডা. বার্ধন জাং রানা টিকাদানে বাংলাদেশের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. এম. ইকবাল আর্সলান, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, শেখ ইউসুফ হারুন, সচিব, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যখাতে অব্যাহত সমর্থন ও ভূমিকা রেখে চলায় ভ্যাকসিন অ্যালায়েন্সসহ অন্যান্য অংশীজনদের ধন্যবাদ জানানো হয়। সেই সাথে প্রধানমন্ত্রীর এই প্রাপ্তিকে আগামীর জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বক্তাগণ ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর মাধ্যমে দেশে সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে ‘ভ্যাকসিন হিরো ২০১৯’ উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা