বুলবুলে জাবির আন্দোলন দুই দিন স্থগিত

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২২:৩৮
অ- অ+

দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) চলমান ভিসিবিরোধী আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার রাত আটটায় সংবাদ সম্মেলন শেষে আন্দোলনের অন্যতম মুখপাত্র ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন এ ঘোষণা দেন।

রায়হান রাইন বলেন, ‘জাতীয় দুর্যোগের কারণে আগামীকাল ও পরশু দিন আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। জাতীয় দুর্যোগে জাতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদের কর্মসূচি স্থগিত করছি।’

এদিকে, তদন্ত চলাকালে উপাচার্যকে সাময়িক বরখাস্ত কিংবা কিছুদিনের জন্য ছুটিতে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষে।

রায়হান রাইন বলেন, ‘একজনের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে সাময়িক বরখাস্ত করা কিংবা কিছুদিনের জন্য ছুটিতে পাঠানো হয়, এটাই নিয়ম। সে জায়গা থেকে উপাচার্যের বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে, সেহেতু নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে সাময়িক ছুটিতে পাঠানো যেতে পারে। তিনি নির্দোষ প্রমাণিত হলে আবার সসম্মানে স্বপদে ফিরে আসবেন।’

এর আগে আজ শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয় প্রশাসন আবাসিক হল বন্ধ করে ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলন চলছে।

শনিবার বিকাল সাড়ে চারটায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিশ^বিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে প্রতিবাদী উক্তি ও চিত্র অঙ্কিত ৬০ গজ দীর্ঘ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রধান ফটকে কিছুক্ষণ অবস্থান করে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা।

পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু তাদের আন্দোলনের পূর্বাপর তুলে ধরেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ‘কনসার্টের অর্থ কোত্থেকে আসে’ প্রশ্নের জবাবে পাপ্পু বলেন, ‘আমরা এমন কোনো কর্মসূচি দেইনি যাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। কনসার্টের জন্য কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়নি। গায়করা হ্যান্ড মাইকে গান গেয়েছেন। আন্দোলনে সংহতি জানিয়ে গান গাওয়ার জন্য তারা কোনো পারিশ্রমিকও নেননি।’

ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ বলেন, ‘আমাদের আন্দোলনের ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী ও প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা তা ইতিবাচকভাবে দেখছি। তাদের যে বক্তব্য আমরাও সে কথাই বলে আসছি। এখানে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষ অভিযোগ উত্থাপন করেছে। আরেক পক্ষ অভিযুক্ত হয়েছে। বর্তমান পরিস্থিতির জন্য যেকোনো এক পক্ষকে তো অবশ্যই দায় নিতে হবে। আমরা চাই যে পক্ষই দোষী হোক, একটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হোক এবং দোষীরা শাস্তি পাক।’

সংবাদ সম্মেলন শেষে অধ্যাপক রায়হান রাইন পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে যথারীতি আমাদের কর্মসূচি শুরু হবে। ওই দিন বেলা ১১টায় পটচিত্র প্রদর্শনী, বিকাল তিনটায় সংহতি সমাবেশ, সন্ধ্যা ছয়টায় গানে গানে সংহতি নামে একটি অনুষ্ঠান হবে।’

(ঢাকাটাইমস/৯নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা