সাত রানে ছয় উইকেট নিয়ে চাহারের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ২৩:৪৯
অ- অ+

লক্ষ্যটা বড় হলেও শুরু থেকে নাঈম শেখের ব্যাটিংয়ে জয়ের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এক দীপক চাহারই শেষ করে দেন বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৩.২ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে তিনিই ম্যাচটি কেড়ে নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে।

৭ রানে ৬টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় পেসার চাহার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এখন সেরা বোলিং ফিগার। এর আগে ৮ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস।

এদিন আরেকটি রেকর্ড গড়েছেন চাহার। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন তিনি। ১৮তম ওভারের শেষ বলে শফিউলকে বিদায় করেছিলেন চাহার। এরপর ২০তম ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলে মোস্তাফিজকে ও দ্বিতীয় বলে আমিনুলকে বিদায় করেন চাহার। সেই সাথে পূর্ণ হয় তার হ্যাটট্রিক।

রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩০ রানে হেরেছে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। পরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১৪৪ রান করে অলআউট হয়। ম্যাচসেরা ও সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চাহার।

বাংলাদেশ হেরে যাওয়ায় ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছিল রোহিত শর্মার দল।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা