আবরার হত্যায় বুয়েট প্রশাসনের গাফিলতি দেখছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:০৭ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৪:১৪
ফাইল ছবি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির হল প্রশাসনের গাফিলতি দেখছে পুলিশ। একটু সচেতন হয়ে র‌্যাগিংয়ের বিষয়টি মনিটর করলে এই হত্যাকাণ্ড এড়ানো যেত বলে অভিমত পুলিশ কর্মকর্তার।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এই মন্তব্য করেন। আবরার হত্যার চার্জশিট বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুয়েটের হল প্রশাসনের গাফিলতি পেয়েছেন কি-না সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে মনিরুল বলেন, ‘হল প্রশাসনের আরও একটু সচেতন বা সতর্ক হয়ে এসব বিষয় তাদের মনিটর করার কথা। তদন্তের পার্ট হিসেবে আমরা সেভাবে এটা আনিনি। তবে সমস্ত ঘটনা বিশ্লেষণে হল অথরিটি বলতে যারা ছিলেন তাদের এক ধরনের ব্যর্থতা এখানে আমরা দেখেছি।’

১১ জন মারপিটে অংশগ্রহণ করেছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘এই ঘটনার মোটিভ হিসেবে এখানে একক কোনো কারণকে দায়ী করা যাচ্ছে না। কারণ এখানে একক কোনো কারণ পাওয়া যায়নি। আমরা জানতে পেরেছি ১০টার পর থেকে আবরারের ওপর নির্যাতন শুরু হয়। রাত দেড়টার দিকে ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করে। এই দীর্ঘ সময় তাকে যখন পেটানো হচ্ছিল তখন যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে এই পরিণতি হতো না। তারা যে র‌্যাগিংয়ের নামে উচ্ছৃখল হয়ে গিয়েছিল আর সেটার জন্যই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে মারা যান বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। এই ঘটনায় আজ আদালতে ২৫ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন বুধবার

আজ যেসব অঞ্চলে ঝড় হতে পারে

সুন্দরবনের আগুন: খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে: স্পিকার

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :