মেসির বিপক্ষে খেলাটা গর্বের: সিলভা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১২:৪৬
অ- অ+

ফুটবল দ্বৈরথে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে অন্য রকম উত্তেজনা বিরাজ করে। উত্তেজনা ছড়াতে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হলেও মাঠে নামার আগে দুই দলকে নিয়ে চলছে নানা আলোচনা। এরইমধ্যে আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন ব্রাজিল দলনেতা থিয়াগো সিলভা।

সম্প্রতি এক সাক্ষাতে সেলেসাও অধিনায়ক মেসির বিপক্ষে খেলতে পারাকে গর্বের বলে উল্লেখ করেছেন, ‘আমরা উদ্বিগ্ন নই, বরং তার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে গর্বিত।’

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। গত কোপা আমেরিকায়ও তার প্রমাণ মেলে। যদিও স্বাগতিকদের নিয়ে মন্তব্য করে তিন মাস নিষিদ্ধও হন মেসি। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছেন মাঠে।

সিলভা মনে করেন আর্জেন্টিনা তাদের তারকা খেলোয়াড়কে নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে কিন্তু তাদের তারকা নেইমার নেই। তবু ব্রাজিল ব্রাজিলই, ‘আর্জেন্টিনার দলে তাদের তারকা খেলোয়াড় আছে, আমাদের দলে আমাদের তারকা খেলোয়াড় নেইমার নেই। এরপরও ব্রাজিল ব্রাজিলই এবং কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আমরা তা দেখিয়েছি।’

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা