বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৩৬| আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২২:০৮
অ- অ+
ছবি: সংগৃহীত

এবার ভিন্ন আঙ্গিকে বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবারর বিপিএলের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। তার আগে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো উন্মোচন করেছে বিসিবি।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী ৮ ডিসেম্বর মুজিব বর্ষ শুরু হবে। ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন। বিপিএলের মাধ্যমে মুজিব বর্ষ শুরু হবে। এটা আমাদের জন্য একটি বড় বিষয়।’

তিনি আরো বলেন, ‘এবারের বিপিএল বিশেষ। এবার দেশি ক্রিকেটারদের বেশি সুবিধা দেয়া হবে। এতে করে আমাদের দেশের ক্রিকেটের উন্নতি হবে।’

আগের আসরগুলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এবার কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে নেই। বিসিবি নিজ দায়িত্বে টুর্নামেন্টটি পরিচালনা করছে। গতবারের মতো এবারও সাতটি দল থাকছে। তবে, এবারের আসরে দলের নামগুলো বদলেছে। টুর্নামেন্টের সাতটি দলের নাম যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। আগামীকাল (রবিবার) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা