টেকনাফে সাত কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৫। আটক নারী পূর্ব লেদা লামার পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে জুলেখা বেগম।
শনিবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ার মোহাম্মদ আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই নারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার বস্তার ভেতর থেকে এক লাখ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম সাত কোটি, ৪৮ লাখ ৫০ হাজার টাকা।
ইয়াবাসহ আটক নারীকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি)

মন্তব্য করুন