টেকনাফে সাত কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৩:১৫
অ- অ+

কক্সবাজারের টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫। আটক নারী পূর্ব লেদা লামার পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে জুলেখা বেগম।

শনিবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ার মোহাম্মদ আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই নারীকে আটক করা হয়।

র‌্যাব-১৫, টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, হ্নীলা একটি বাড়িতে ইয়াবা মজুদ রেখে লেনদেন হচ্ছে, এমন গোপন সংবাদের খবরে তিনিসহ র্রাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে জুলেখা নামে এক নারীকে আটক করেন। আটক নারীর স্বীকারোক্তি মতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার বস্তার ভেতর থেকে এক লাখ ৪৯ হাজার ৭০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম সাত কোটি, ৪৮ লাখ ৫০ হাজার টাকা।

ইয়াবাসহ আটক নারীকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট নিখোঁজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান
বিমান বিধ্বস্ত/ উত্তরায় বিজিবি মোতায়েন
উত্তরায় বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা