র‌্যাংকিংয়ে মুশফিক ও রাহির উন্নতি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:১১ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:০৮

ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের বলার মতো কোনো পারফরম্যান্স নেই। ম্যাচটিতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৬৪ রান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৪৩।

এমন পারফরম্যান্সের পর আইসিসি খেলোয়াড় র‌্যাংকিংয়ে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ উন্নতি করেছেন মুশফিকুর রহিম। তিনি এখন আছেন ৩০তম অবস্থানে। অন্যদিকে, বল হাতে ৪ উইকেট নেন পেসার আবু জায়েদ রাহি। বোলারদের তালিকায় তিনি ১৮ ধাপ উন্নতি করে ৬২তম অবস্থানে উঠে এসেছেন।

অন্যদিকে, ভারতীয় পেসার মোহাম্মদ শামি বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন। আট ধাপ উন্নতি করে তিনি আছেন সপ্তম অবস্থানে। এটি শামির ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। প্রথম ইনিংসে ২৭ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শামি।

ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করেন। ২৪৩ রান করে আউট হন এই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের তালিকায় তিনি ১১তম অবস্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের মধ্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে আছেন চেতেশ্বর পূজারা। ৮৬ রান করার পর অজিঙ্কা রাহানে আছেন পঞ্চম অবস্থানে। দশম অবস্থানে আছেন রোহিত শর্মা।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এএ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :