অসুস্থতার গুজবে ক্ষুব্ধ ডিম্পল

সম্প্রতি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের বাইরে দেখা যায় লেখিকা ও বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে। তাতেই গুজব রটে যায় চারিদিকে। অনেকে মনে করেছিলেন, টুইঙ্কেলের মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া হয়তো হাসপাতালে ভর্তি। কিন্তু ডিম্পল নিজেই ভাঙালেন সেই গুজব।
একটি সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী জানান, ‘আমি বেঁচে আছি। আমার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। মা এখন অনেকটাই সুস্থ। সবাই প্রার্থনা করুন।’
এদিকে কাজের দিক থেকে দারুণ সময় চলছে ডিম্পলের। ৬২ বছরের নায়িকা কাজ করতে চলেছেন হলিউড ফিল্মমেকার ক্রিস্টোফার নোলানের অ্যাকশন ড্রামায়। ছবির নাম ‘টেনেট’। এ ছবিতে রবার্ট প্যাটিনসনও রয়েছেন।
ঢাকাটাইমস/১৮নভেম্বর/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

ছবিতে সৃজিত-মিথিলার মধুচন্দ্রিমা

অঞ্জনের ‘কানামাছি’তেও ইমন-মম

এক ছবিতে দুই রণবীর

পাকিস্তানিরা সবচেয়ে বেশি খুঁজেছে সারাকে

আমজাদ হোসেনের চিরবিদায়ের এক বছর

প্লেব্যাক করতে ভালো লাগে: কনা

১০ বছর পর ছোটপর্দায় পার্নো

৩২ বছরে ন্যান্সি

গলার স্বরই রানির পরিচয়
