মৌলভীবাজারে তরুণী অপহরণের ঘটনায় দুজন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১০:০৯
অ- অ+

মৌলভীবাজারে এক তরুণীকে অপহরণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদর উপজেলার নিতেশ্বর এলাকার তাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (২৩) এবং প্রাইভেটকার চালক গিয়াস নগর ইউনিয়নের শাহপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)

রবিবার সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ বলছে, শনিবার রাত সাড়ে দশটায় এক তরুণী তার অসুস্থ বাবাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে দেখে মামার বাড়ি শ্রীমঙ্গলের ভৈরববাজারে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় হাসপাতালের সামনে এসে দাঁড়ালে এক প্রাইভেটকার ভৈরববাজারে দিকে যাবে বলে জানায়। এতে সাথে থাকা মামা জহিরুল ইসলাম ড্রাইভারকে ৩০ টাকা ভাড়া দিয়ে ভাগ্নিকে গাড়িতে তুলে দেন। কিছু সময় পর ভাগ্নি ফোনে কান্নাকাটি করে বলে ড্রাইভার তাকে ভৈরববাজারে নামতে দেয়নি। তাকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। এ বিষয়টি স্থানীয় এক সাংবাদিক জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামকে জানালে তিনি সাথে সাথে পুলিশের একটিদল নিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে পুলিশ প্রেমনগর চা-বাগানে তল্লাশি করে প্রাইভেটকার ও তরুণীকে উদ্বার করা হয়। তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অপহরণকারীরা পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিত ঘোষণায় বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা