গোলাপি বলে নাজেহাল টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৩৭| আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৪৬
অ- অ+

ইন্দোর টেস্টের ক্ষত ভুলে টাইগাররা এখন ইডেন টেস্টে মনোযোগ দিয়েছেন। ঐতিহাসিক এই টেস্টের অন্যতম আকর্ষণীয় দিক হল গোলাপি বল। প্রথমবারের মত গোলাপি বলে খেলবে টাইগাররা। তাই পুরোদমে এই বলে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুমিনুল হকরা। কিন্তু বিপত্তি দেখা গিয়েছে এখানেই, গোলাপি বলের সুইং ও বাউন্স সামলাতে নাজেহাল টাইগার ব্যাটসম্যানরা।

অনুশীলনে এবাদত হোসেনের বলের গতি সামলাতে নাকানি চুবানি খেতে হয়েছে মুমিনুল, মুশফিককে। সোমবার অনুশীলনে এবাদত হোসেনের পেসের বেসামাল গতি দিয়েই আন্দাজ করা যায়, এসজি গোলাপি বল একজন পেসারকে কতোটা বিপজ্জনক করে দিতে পারে।

অনুশীলন শেষে টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘গোলাপি বলে ব্যাট করে মনে হল সুইং ও বাউন্সের পরিমাণ বেশি। লাল বলের তুলনায় এটির গতি একটু বেশিই। নতুন বলে ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে।’

লাল বলের চেয়ে গোলাপি বলের সিম (সেলাই) বেশি পোক্ত ও চওড়া। বল হাতে বোনার পরে আবার র‌ং ও বিশেষ ধাতুর স্তর (ল্যাকার) দিয়ে গোলাপি করে তোলা হয়। বল শুকিয়ে যাওয়ার পরে পালিশের জন্য পড়ে আলাদা স্তর। ফলে বল পুরনো হতে অনেক বেশি সময় লাগে। নতুন বলে সুইং পাওয়া গেলেও পুরনো বলে রিভার্স সুইং পাওয়া কঠিন। তবে সিম ও অতিরিক্ত রংয়ের স্তর থাকায়, সাধারণ লাল বলের চেয়ে কিছুটা গতি ও বাউন্স বেশি থাকে গোলাপি বলের।

উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখ ঐতিহাসিক ইডেন টেস্টে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা