গরুর মাংস রপ্তানিতে সহায়তা করতে চায় তুরস্ক

গুণগত দিক থেকে যেকোনো দেশের তুলনায় উৎকৃষ্টমানের গরুর মাংস উৎপাদন করছে বাংলাদেশ। এজন্য এগুলোও রপ্তানি বাণিজ্যের আওতায় আনা সম্ভব। এ ক্ষেত্রে হালাল সার্টিফিকেশনের যে প্রয়োজনীয়তা তাতে তুরস্ক বাংলাদেশকে সহায়তা করতে পারে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতের।
বৃহস্পতিবার দুপুরে তুরস্কের আঙ্কারায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ এসময় তিনি এসব কথা বলেন।
শুক্রবার অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে দেশে গরু আছে দুই কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৪১৫টি। এসব গরু ব্যক্তি ও খামারি পর্যায়ে লালন-পালন করা হয়।
বর্তমানে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রায় এক বিলিয়ন ডলার। এটাকে কীভাবে তিন বিলিয়ন ডলার করা যায় সে বিষয়ের আলোচনায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ও বাংলাদেশের কূটনেতিক সম্পর্ক অত্যন্ত ভালো। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতিযোগী না হয়ে ব্যবসা করতে হবে। যেগুলোর প্রতি তুরস্কের চাহিদা রয়েছে সেই দ্রব্যেগুলো রপ্তানিতে বাংলাদেশ সুযোগ নিয়ে ভালো করতে পারে। আমরাও বাংলাদেশকে সেসকল ক্ষেত্রে সহযোগিতা দিতে পারি। বাংলাদেশ কৃষি খাত, এগ্রো প্রসেসিং, পাট ও পাটজাত দ্রব্য, খাদ্র প্রসেসিং বিশেষ করে আম, লিচু, কাঁঠাল, আনারস প্রসেসিংয়ের মাধ্যমে বাণিজ্য বাড়াতে পারে। সেক্ষেত্রে তুরস্কও সহায়তা দিতে পারে।
ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য তুরস্ক বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা বলেন, বিভিন্ন খাতে জাপানের জাইকা, জেত্রো, কোরিয়ার কোইকার মতো প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে তাদের কার্যালয় স্থাপন করে যেভাবে তাদের উৎপাদিত দ্রব্য বাজারজাত করে ঠিক সেভাবে তুরস্কও বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করে কর্মপরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলেন, যেহেতু বাংলাদেশে তাদের বাজার রয়েছে এবং তারা যেহেতু ইউরোপসহ অন্যান্য দেশের প্রবেশদ্বার, তাই বিশ্বে তাদের একটি অন্যরকম গুরুত্ব রয়েছে। এধরনের কার্যালয় স্থাপন করে কর্মপরিচালনা করলে বাণিজ্য সংক্রিয়ভাবেই অনেকগুণ বেড়ে যাবে। অর্থমন্ত্রী বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।
অর্থমন্ত্রী বাংলাদেশের সার্বিক অগ্রগতি তুলে ধরে বিনিয়োগের সুবিধাগুলো সম্পর্কে জানান। এসময় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের চামড়াজাত দ্রব্যের প্রতি অত্যধিক আগ্রহ ব্যক্ত করেন এবং আইসিটি খাতে তুরস্ক যেহেতু অত্যন্ত সফল তাই এই দুটি খাতে বাংলাদেশকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং পরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. দাউদ আলী।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেআর/জেবি)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

ইমপ্রেস ক্যাপিটাল-গার্ডিয়ান লাইফের গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স চুক্তি

এশিয়া-প্যাসিফিক সম্মেলনে ১৪ সুপারিশ

‘ফিউচার লিডারশিপ প্রোগ্রাম’ শুরু করল দারাজ বাংলাদেশ

দারাজ নিয়ে এলো বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল

ওয়ালটন ফ্রিজের ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য কিনলেন তিন ক্রেতা

অর্থপাচার রোধে বিএফআইইউর নতুন নীতিমালা

বিমানের নিজস্ব অ্যাপসে টিকিট কাটলে ১০ শতাংশ ছাড়

এডিবির ঋণে পাতাল রেল

অনলাইন ভ্যাট নিবন্ধনে বাধ্য করা হবে: এনবিআর চেয়ারম্যান
