পিরোজপুরে বাসচাপায় শিক্ষক নিহত

পিরোজপুরের স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনায় রিপন হালদার নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলশিক্ষক রিপন মোটরসাইকেল যোগে পিরোজপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় পিরোজপুরগামী জিনাত ক্লাসিক (খুলনা মেট্রো-ব ১২১৫) নামে একটি যাত্রীবাহী বাস উপজেলার স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের গণমান এলাকায় তাকে চাপা দিলে তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় রিপন নামে এক শিক্ষক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়েছে।
শিক্ষক রিপন উপজেলা দক্ষিণ পূর্ব জলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্ব জলাবাড়ি গ্রামের মনিন্দ্র নাথ হালদারের ছেলে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

মন্তব্য করুন