‘সব জেলার সড়ক চার লেনে আনা হবে’

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ১৯:০১

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমরা কর্ণফুলীর নিচে টার্নেল বানাচ্ছি। নদীর উপর পদ্মাসেতু বানাচ্ছি। আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন পাঠিয়েছি। রূপপুরে পারমাণবিক বিদুৎ কেন্দ্র বানাচ্ছি। আমরা সকল জেলাগুলোকে চার লেনের মধ্যে নিয়ে আসব। সকল রেলেকে ডুয়াল গেটের মধ্যে নিয়ে আসব।’

শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজববিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথাগুলো বলেন।

কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার টিএলসিসি সভায় যোগ দেন। পরে পৌরসভার সিনিয়র সিটিজেন পার্ক ‘প্রবীণাঙ্গন’-এর উদ্বোধনী করেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :