ইজ্জত-সম্মান রক্ষায় নারীদের রাস্তায় দেখতে চান মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯

নিজেদের ইজ্জত-সম্মান রক্ষায় রাস্তায় সব নারীদের দেখতে চান জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নারীদের রাস্তায় নামাতে ঐক্যফ্রন্টের প্রধান শরিক দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জোটের এই নেতা।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সেমিনারে এসে রবিবার তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর যখন নারীদের নিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলেছিলেন। প্রতিবাদে ৫ লাখ নারী রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল। আপনারা পারেন না সব নারীরা রাস্তায় নেমে একটা মিছিল করতে যে আমরা আমাদের ইজ্জত চাই, সম্মান চাই।’

গুম-খুনের বিরুদ্ধে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন ঐক্যফ্রন্টের নেতা মান্না। তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কিন্তু খুন গুম হত্যা নারী নির্যাতন হচ্ছে এজন্য বিএনপি কী করছে?’

‘যে দেশে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে- সে দেশে আমি তো আশা করতে যে পারি নারী নির্যাতন হবে না, নারীরা তার সম্মান পাবে; কিন্তু দুঃখজনক এখন আমাদের মা-বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে।’

মান্না আরও বলেন, ‘যে মন্ত্রী বললেন ৩০ থেকে ৩৪ জনের মৃত্যু বড় কিছু নয়- ওই মন্ত্রী এখনো কিভাবে স্বপদে বহাল আছে? আসলে সরকার একটির পর একটি ইস্যু তৈরি করছেন- যেন আমরা কোন ইস্যুতে সীমাবদ্ধ থাকতে না পারি। বলা হচ্ছে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে উঠেছে।’

পদ্মা সেতুতে নতুন নতুন স্প্যান বসানোর খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘পদ্মা সেতুতে একটি করে স্প্যান বসে আর মনে হয় আমরা একটা করে চাঁদ ধরে নিয়ে এসেছি। পদ্মা সেতুর খবর শুনতে শুনতে আমাদের এখন কান ব্যথা হয়ে গেছে, মুখ তিতা হয়ে গেছে আর চোখ অন্ধ হয়ে গেছে।’

‘পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার। কিন্তু ভূপেন হাজারিকা সেতু ৯ দশমিক ৩ কিলোমিটার। সেটা তৈরি হয়েছে ১১০০ কোটি টাকায়। কিন্তু পদ্মা সেতুর নির্মাণ ব্যয় প্রথমে ১০ হাজার কোটি টাকা ধরা হলেও এখন তা ৩০ হাজার কোটি টাকা করা হয়েছে। এই টাকা কোথায় যাচ্ছে জনগনের সেটা বুঝতে বাকি নেই।’

বুয়েটছাত্র আবরার হত্যার কথা উল্লেখ করে মান্না বলেন, ‘একটি হত্যা ১৭ কোটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে। এই একটা মৃত্যুকে ইস্যু করে আমরা কি পারতাম না সরকারের ভীত নাড়িয়ে দিতে? বেগম জিয়াকে আটকে রেখে একটি মহল পৈশাচিক আনন্দ করছে। যারা এ পৈশাচিক আনন্দ নিচ্ছে আমরা কি পারি না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?’

পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা বিষয়ে তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমার দেশে পেঁয়াজ নাই, আমাদের বন্ধুরা আমাদের পেঁয়াজ না দিয়ে মালদ্বীপে পাঠিয়েছে।’

‘সবকিছুর একটা সীমা আছে। অত্যাচার করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার একটা সীমা আছে। আপনারা সেই সীমা পার করছেন এবং সেটা শেষ পর্যায়ে চলে এসেছে। ইনশাআল্লাহ সমস্ত মানুষ রাজপথে নেমে আসবে এবং রাজপথ আমাদের দখলে চলে আসবে। আমরা সে জন্য প্রস্তুত হতে চাই এবং এই বিজয়ের মাসে বিদায় ঘণ্টা বাজাতে চাই।’

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :